১.শিখনের প্রচেষ্টা ও ভুল তত্ব/সংযোজন বাদ→থর্নডাইক।
২.শিখনের প্রাচীন অনুবর্তনতত্ব (Classical Conditioning)→প্যাভলভ।
৩.শিখনের সক্রিয় অনুবর্তনতত্ব(Operant Conditioning)→স্কিনার।
৪. শিখনের সমগ্রতাবাদী তত্ত্ব(Gestalt Theory)→কোহলার,কফকা,ওয়ার্দিমার।
৫. শিখনের সাযুজ্য তত্ত্ব(Theory of Contiguity)→ গাথারি।
৬. শিখনের সামাজিক নির্মিতিবাদ(Social Constructivism)→বাইগটস্কি।
৭. শিখনের সামাজিক জ্ঞানমূলক তত্ত্ব(Social Congative Theory)→বান্দুরা।
৮.পান্ডিত্য শিখন(Mastery Learning)মডেল→ ব্লুম।
৯)অগ্রণী সংগঠনক মডেল(Advance Organiser)→ডেভিড আসুবেল।
১০.পোগ্রাম শিখন মডেল→বি,এফ,স্কিনার।
১১.ধারনা গঠন মডেল(Concept Attainment)→জেরোমি ব্রুনার।
১৩.মৌলিক শিক্ষণ মডেল→গ্লেসার।
১৪.শিখনের চিহ্নিতকরন(Sign) তত্ত্ব→টলম্যান।
১৫. শিখনের সামঞ্জস্যপূর্ণ আচরণ তত্ত্ব→হাল।
১৬. শিখনের ফিল্ড তত্ত্ব→লিউইন।
১৭.বুদ্ধির দ্বি-উপাদান তত্ত্ব→স্পিয়ারম্যান।
১৮. বুদ্ধির বহু উপাদান তত্ত্ব→থর্ণডাইক।
১৯.বুদ্ধির সংগঠন সংক্রান্ত তত্ত্ব→গিলফোর্ড।
২০. বুদ্ধির বাছাই তত্ত্ব→থমসন।
0 Comment to "Some inventors and proponents name"
Post a Comment