Saturday, 29 August 2015

সুযোগ বাড়ল আরও এক সপ্তাহ



প্রাথমিক টেট পিছিয়ে যাওয়ায় সুফল পাচ্ছেন ২০১২ সালের অনেক টেট আবেদনকারী। ২০১২ সালের যে সমস্ত আবেদনকারীরা ৩০ অগস্টের পরীক্ষার জন্য অ্যাকনলেজমেন্ট কার্ড ডাউনলোড করতে পারেননি, তাঁরা হাতে আরও এক সপ্তাহ সময় পেলেন। ৩১ অগস্ট থেকে এক সপ্তাহ তাঁরা ফের অ্যাকনলেজমেন্ট কার্ড ডাউনলোড করতে পারবেন বলে শুক্রবার শিক্ষামন্ত্রী ঘোষণা করেন।

টেট পরীক্ষার বিজ্ঞপ্তি বেরনোর পর জানানো হয়েছিল, পুরনো পরীক্ষার্থীদের আর নতুন করে পরীক্ষায় বসার আবেদন করার প্রয়োজন নেই। পুরনো অ্যাডমিট কার্ড দেখিয়েই পরীক্ষায় বসা যাবে। পরে জানানো হয়, অ্যাডমিট কার্ডের সঙ্গে অ্যাকনলেজমেন্ট থাকা বাধ্যতামূলক। পর্ষদের ওয়েবসাইট থেকে অনেকেই সেই অ্যাকনলেজমেন্ট ডাউনলোড করতে পারেননি। এই নিয়ে পর্ষদের কাছে একাধিক অভিযোগ জমা পড়েছে। কিন্তু এত দিন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

সম্প্রতি পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় প্রশ্নপত্রের একটি বস্তা খোয়া গিয়েছে। যার জেরে বৈঠক করে এ দিন পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি তিনি জানান, অ্যাকনলেজমেন্ট কার্ড ডাউনলোড জনিত সমস্যার কারণে অনেক অভিযোগ জমা পড়েছে। তিনি বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আলোচনা করেছেন। সেই সমস্ত আবেদনকারীদের কথা ভেবেই এই সিদ্ধান্ত। ৩১ অগস্ট থেকে এক সপ্তাহ ধরে তাঁরা তা ডাউনলোড করতে পারবেন। প্রশ্নপত্র হারিয়ে দায়িত্ব জ্ঞানহীনতার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ডাক বিভাগের বিরুদ্ধে।

Share this

0 Comment to "সুযোগ বাড়ল আরও এক সপ্তাহ"

Post a Comment