১.
জ্যোতিষ্ক গঠিত হয়-
i. চন্দ্র, সূর্য, গ্রহ নিয়ে
ii. নক্ষত্র, ধূমকেতু, উল্কা নিয়ে
iii. নীহারিকা নিয়ে
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২.
আকাশের কোনদিকে ছায়াপথ দেখা যায়?
ক)
পূর্ব-পশ্চিমে
খ)
উত্তর-দক্ষিণে
গ)
দক্ষিণ-পশ্চিমে
ঘ)
উত্তর-পশ্চিমে
সঠিক উত্তর: (খ)
৩.
দুরবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না কোন গ্রহ?
ক)
শুক্র
খ)
পৃথিবী
গ)
মঙ্গল
ঘ)
ইউরেনাস
সঠিক উত্তর: (ঘ)
৪.
১ বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে?
ক)
আলোক দূরত্ব
খ)
আলোক বেগ
গ)
আলোক দিক
ঘ)
আলোক বর্ষ
সঠিক উত্তর: (ঘ)
৫.
কৃত্রিম উপগ্রহ ব্যবহার করা হয়-
i. আবহাওয়ার পূর্বাভাস দানে
ii. পরিবেশ দূষণ নির্ণয়ে
iii. গোয়েন্দা নজরদারিতে
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬.
মহাকাশের বৈশিষ্ট্য হলো-
i. আদিহীন ii. অন্তহীন iii. জ্যোতিষ্ক দিয়ে গঠিত
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭.
কোন বলের প্রভাবে সৌরজগতের গ্রহ উপগ্রহগুলো সুর্যের চারদিকে ঘুরছে?
ক)
অভিকর্ষ বল
খ)
মাধ্যাকর্ষণ বল
গ)
মহাকর্ষ বল
ঘ)
কেন্দাতিগ বল
সঠিক উত্তর: (গ)
৮.
মহাকাশের কোন দুটি নক্ষত্রের ঘনত্ব ও মহাকর্ষ বল অত্যাধিক?
ক)
কৃষ্ণগহ্বর ও কালপুরুষ
খ)
কৃষ্ণগহ্বর ও কৃষ্ণবামন
গ)
কৃষ্ণবামন ও কালপুরুষ
ঘ)
কালপুরুষ ও সপ্তার্ষিমন্ডল
সঠিক উত্তর: (খ)
৯.
উনবিংশ শতাব্দীতে প্রথম কবে হ্যালির ধূমকেতু দেখা যায়?
ক)
১৯১০ সালে
খ)
১৯১১ সালে
গ)
১৯১২ সালে
ঘ)
১৯১৩ সালে
সঠিক উত্তর: (ক)
১০.
সৌরজগতের গ্রহ ও উপগ্রহগুলোর তাপ ও আলোর মূল উৎস কোনটি?
ক)
চন্দ্র
খ)
সূর্য
গ)
উল্কা
ঘ)
ধূমকেতু
সঠিক উত্তর: (খ)
১১.
কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি?
ক)
বৃহস্পতি
খ)
শনি
গ)
মঙ্গল
ঘ)
ইউরেনাস
সঠিক উত্তর: (খ)
১২.
সূর্য থেকে বুধের গড় দূরত্ব কত কিলোমিটার?
ক)
৪.৮ কোটি
খ)
৫.৮ কোটি
গ)
৬.৮ কোটি
ঘ)
৭.৮ কোটি
সঠিক উত্তর: (খ)
১৩.
শুক্র গ্রহের বায়ুমন্ডল প্রধানত কোন গ্যাস নিয়ে তৈরী?
ক)
নাইট্রোজেন
খ)
হাইড্রোজেন
গ)
অক্সিজেন
ঘ)
কার্বন ডাইঅক্সাইড
সঠিক উত্তর: (ঘ)
১৪.
সৌরজগতের মোট গ্রহ কয়টি?
ক)
৬টি
খ)
৭টি
গ)
৮টি
ঘ)
৯টি
সঠিক উত্তর: (গ)
১৫.
নীহারিকার বৈশিষ্ট্য হলো-
i. আকার বৈচিত্র্য
ii. কিছু নীহারিকার দেহ গ্যাসীয় পদার্থে পূর্ণ
iii. পৃথিবীর অনেক কাছে অবস্থিত
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬.
ছায়াপথ হলো-
ক)
গ্যালাক্সির বৃহৎ অংশ
খ)
গ্যালাক্সির ক্ষুদ্র অংশ
গ)
গ্যালাক্সির গোল অংশ
ঘ)
গ্যালাক্সির মাঝারি অংশ
সঠিক উত্তর: (খ)
১৭.
উপগ্রহের বৈশিষ্ট্য হলো-
i. অভিকর্ষ বলের প্রভাবে সূর্যকে কেন্দ্র করে ঘোরে
ii. নিচের তাপ বা আলো নেই
iii. মহাকর্ষ বলের প্রভাবে গ্রহকে কেন্দ্র করে ঘোরে
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৮.
শুক্র গ্রহ নিজ অক্ষের উপরে কোন দিক থেকে কোন দিকে ঘোরে?
ক)
পশ্চিম থেকে পূর্ব দিকে
খ)
পূর্ব থেকে পশ্চিম দিকে
গ)
উত্তর থেকে দক্ষিণ দিকে
ঘ)
দক্ষিণ থেকে উত্তর দিকে
সঠিক উত্তর: (খ)
১৯.
পৃথিবী থেকে নক্ষত্রের দূরত্ব কোন এককে মাপা হয়?
ক)
কিলোমিটার
খ)
মাইল
গ)
আলোকবর্ষ
ঘ)
মিলিমিটার
সঠিক উত্তর: (গ)
২০.
যে মহাশূন্যযান বুধের ছবি পাঠায় তার নাম কি?
ক)
সেরিনার-১০
খ)
মেরিনার-১০
গ)
সেরিনার-১২
ঘ)
ইরিনার-১২
সঠিক উত্তর: (খ)
২১.
আহ্নিক গতির ফলে-
i. পৃথিবীতে দিবারাত্রি সংঘটিত হয়
ii. ঋতু পরিবর্তন হয়
iii. তাপমাত্রার তারতম্য সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২২.ধূমকেতু হলো-
i. এক প্রকার জ্যোতিষ্ক
ii. দেখতে গোলাকৃতির
iii. মাথা ও লেজ আছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৩.সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত কিলোমিটার?
ক) ১৩ কোটি কি.মি.
খ) ১৪ কোটি কি.মি.
গ) ১৫ কোটি কি.মি.
ঘ) ১৬ কোটি কি.মি.
সঠিক উত্তর: (গ)
২৪. মহাকাশে নক্ষত্রগুলো কোন অবস্থায় আছে?
ক) জলন্ত অগ্নিপিন্ড
খ) জ্বলন্ত গ্যাসপিন্ড
গ) ঠান্ডা অবস্থায়
ঘ) গরম অবস্থায়
সঠিক উত্তর: (খ)
২৫. মহাকাশে কোন গ্যালাক্সিগুলো বেশি উজ্জ্বল?
ক) উপবৃত্তাকার সর্পিলাকার
খ) বৃত্তাকার
গ) অর্ধবৃত্তাকার
ঘ) নিম্ন বৃত্তাকার
সঠিক উত্তর: (ক)
২৬. সূর্যের ব্যাস কত?
ক) প্রায় ১৩ লক্ষ ৬৪ হাজার কিলোমিটার
খ) প্রায় ১৩ লক্ষ ৮৪ হাজার কিলোমিটার
গ) প্রায় ১৫ লক্ষ ৬৪ হাজার কিলোমিটার
ঘ) প্রায় ১৫ লক্ষ ৮৪ হাজার কিলোমিটার
সঠিক উত্তর: (খ)
২৭. পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত?
ক) ১৩ কোটি কিলোমিটার
খ) ১৪ কোটি কিলোমিটার
গ) ১৫ কোটি কিলোমিটার
ঘ) ১৬ কোটি কিলোমিটার
সঠিক উত্তর: (গ)
২৮. সৌরজগতের কেন্দ্রে কোনটি অবস্থিত?
ক) পৃথিবী
খ) সূর্য
গ) বুধ
ঘ) মঙ্গল
সঠিক উত্তর: (খ)
২৯.মহাকাশের অতি বিস্ময়কর জ্যোতিষ্ক কোনটি?
ক) ধূমকেতু
খ) উল্কা
গ) নীহারিকা
ঘ) ছায়াপথ
সঠিক উত্তর: (ক)
৩০.পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি?
ক)সূর্য
খ)কালপুরুষ
গ)কৃষ্ণ গহ্বর
ঘ)নীহারিকা
সঠিক উত্তর: (ক)
৩১.পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টারাই এর দূরত্ব কত আলোকবর্ষ?
ক)৩.২ আলোক বর্ষ
খ)৪.২ আলোক বর্ষ
গ)৪.৮ আলোক বর্ষ
ঘ)৫.২ আলোক বর্ষ
সঠিক উত্তর: (খ)
৩২.ছায়াপথ সাধারণত কোন কালে দেখা যায়?
ক)গ্রীষ্মকালে
খ)বর্ষাকালে
গ)শীতকালে
ঘ)শরৎকালে
সঠিক উত্তর: (গ)
৩৩.মঙ্গলের ব্যাস কত কিলোমিটার?
ক)৪,৭৮৭
খ)৫,৮৭৮
গ)৬,৮৭৮
ঘ)৬,৭৮৭
সঠিক উত্তর: (ঘ)
৩৪.গ্রহ হলো-
i. জ্যোতিষ্ক যেগুলো সূর্যকে ঘিরে নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট পথে পরিক্রমণ করে
ii. নিজের কোনো তাপ বা আলো নেই
iii. সূর্য থেকে আলো পায়
নিচের কোনটি সঠিক?
ক)i ও ii
খ)i ও iii
গ)ii ও iii
ঘ)i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৫.সৌরজগতের একমাত্র গ্রহ কোনটি যেখানে প্রাণের অস্তিত্ব আছে?
ক)বুধ
খ)শুক্র
গ)পৃথিবী
ঘ)মঙ্গল
সঠিক উত্তর: (গ)
৩৬.নেপচুন গ্রহের ব্যাস কত?
ক)৪৮০০০ কি.মি.
খ)৪৮,২০০ কি.মি.
গ)৪৮,৪০০ কি.মি.
ঘ)৪৮৬০০ কি.মি.
সঠিক উত্তর: (গ)
৩৭.নক্ষত্র কোন কোন গ্যাস দিয়ে তৈরি?
ক)হাইহ্রোজেন ও অক্সিজেন
খ)হিলিয়াম ও অক্সিজেন
গ)হাইড্রোজেন ও হিলিয়াম
ঘ)হাইড্রোজেন ও নাইট্রোজেন
সঠিক উত্তর: (গ)
৩৮.গ্যালাক্সিগুলোর মধ্যকার ব্যবধান কেমন?
ক) ক্ষুদ্র
খ) মাঝারি
গ) সমান
ঘ) ব্যাপক
সঠিক উত্তর: (ঘ)
৩৯.নীহারিকা কি?
ক) মহাকাশে অসংখ্য স্বল্পালোকিত তারকার আস্তরণ
খ) মহাবিশ্বে অসংখ্য স্বল্পালোকিত তারকার আস্তরণ
গ) মহাকাশে অসংখ্য দীর্ঘালোকিত তারকার আস্তরণ
ঘ) মহাকাশে কিছু সংখ্যক স্বল্পালোকিত তারকার আস্তরণ
সঠিক উত্তর: (ক)
৪০. একটি ছায়াপথ কতগুলো নক্ষত্র মিলে গঠিত হয়?
ক) লক্ষ লক্ষ নক্ষত্র মিলে
খ) কোটি কোটি নক্ষত্র মিলে
গ) হাজার কোটি নক্ষত্র মিলে
ঘ) লক্ষ কোটি নক্ষত্র মিলে
সঠিক উত্তর: (ঘ)
Content By-
Ripon Sarkar
Admin, Education & Career (Facebook Group)
Balurghat, West Bengal
0 Comment to "Question answer on geography and the environment in bengali"
Post a Comment