Sunday, 6 September 2015

Question answer set on Child Development and Pedagogy Part - 3


Answer the following questions by selecting the most appropriate option.

1. A creative learner refers to one who is
(1) very talented in drawing and painting
(2) highly intelligent
(3) capable of scoring consistently good marks in tests
(4) good at lateral thinking and problem solving
Ans: (4)
2. Individual learners differ from each other in
(1) principles of growth and development
(2) rate of development
(3) sequence of development
(4) general capacity for development
Ans: (2)
3. Every learner is unique means that
(1) No two learners are alike in their abilities, interests and talents
(2) Learners do not have any common qualities, nor do they share common goals
(3) A common curriculum for all learners is not possible
(4) It is impossible to develop the potential of learners in a heterogeneous class
Ans: (1)
4. Constructivism as a theory
(1) focuses on the role of imitation
(2) emphasises the role of the learner in constructing his own view of the world
(3) emphasises on memorising information and testing through recall
(4) emphasises on the dominant role of the teacher
Ans: (2)
5. Development of concepts is primarily a part of
(1) emotional development
(2) intellectual development
(3) physical development
(4) social development
Ans: (2)
6. Heredity is considered as a social structure.
(1) primary
(2) secondary
(3) dynamic
(4) static
Ans: (4)
7. The most intense and crucial socialization takes place
(1) throughout the life of a person
(2) during adolescence
(3) during early childhood
(4) during adulthood
Ans: (2)
8. Helping learners recapitulate or recall what they have already learnt is important because
(1) it is a convenient beginning for any classroom instruction
(2) relating new information to prior knowledge enhances learning
(3) it is an effective way of revising old lessons
(4) it enhances the memory of learners thereby strengthening learning
Ans: (2)
9. According to Piaget, during the first stage of development (birth to about 2 years age), a child learns best
(1) by using the senses
(2) by comprehending neutral words
(3) by thinking in an abstract fashion
(4) by applying newly acquired knowledge of language
Ans: (1)
10. Theory of learning which totally and only depends on 'observable behaviour' is associated with theory of learning.
(1) Cognitivist
(2) Developmental
(3) Behaviourist
(4) Constructivist
Ans: (3)
11. Multilingual character of Indian society should be seen as
(1) a hindrance in teaching-learning process
(2) a resource for enrichment of school life
(3) a challenge to teacher's capacity to motivate students to learn
(4) a factor that makes school life a complex experience for the learners
Ans: (2)
12. Creative answers require
(1) direct teaching and direct questions
(2) content-based questions
(3) open-ended questions
(4) a highly disciplined classroom
Ans: (3)
13. Diagnosis of the gaps In the learning of students should be followed by
(1) appropriate remedial measures
(2) intensive drill and practice.
(3) systematic revision of all lessons
(4) reporting the findings to learners and parents
Ans: (1)
14. Which of the following statements cannot be considered as a feature of 'learning' ?
(1) Learning is a process that mediates behaviour
(2) Learning is something that occurs as a result of certain experiences
(3) Study of behaviour is learning
(4) Unlearning is also a part of learning
Ans: (3)
15. 'Self-regulation' of learners refers to
(1) their ability to monitor their own learning
(2) creating regulations for student behaviour
(3) rules and regulations made by the student body
(4) self-discipline and control
Ans:(1)
16. Which of the following does
not reflect 'teaching for understanding' ?
(1) Ask students to explain a phenomenon or a concept in their own words
(2) Teach students to provide examples to illustrate how a law works
(3) Help students see similarities and differences and generate analogies
(4) Enable students to memorize isolated facts and procedures
Ans:(4)
17. Which of the following statements is true about 'learning' ?
(1) Errors made by children indicate that no learning has taken place.
(2) Learning is effective in an environment that is emotionally positive and satisfying for the learners.
(3) Learning is not affected by emotional factors at any stage of learning.
(4) Learning is fundamentally a mental activity.
Ans: (2)
18. Human development is based on certain principles. Which of the following is not a principle of human development?
(1) Continuity
(2) Sequentiality
(3) General to Specific
(4) Reversible
Ans: (4)
19. The main purpose of assessment should be
(1) to point out the errors of the learners
(2) to measure the achievement of learners
(3) to decide if a student should be promoted to the next class
(4) to diagnose and remedy gaps in learning
Ans: (4)
20. Centrally sponsored scheme of Integrated Education for disabled children aims at providing educational opportunities to children with disabilities in
(1) regular schools
(2) special schools
(3) open schools
(4) Blind Relief Association schools
Ans: (1)
21. Which of the following is not a sign of reading difficulty among young learners? Difficulty in
(1) letter and word recognition
(2) reading speed and fluency
(3) understanding words and ideas
(4) spelling consistency
Ans: (3)
22. A teacher wants the gifted children of her 'class to achieve their potential. Which of the following should she not do to achieve her objective?
(1) Teach them to enjoy non-academic activities
(2) Teach them to manage stress
(3) Segregate them from their peers for special attention
(4) Challenge them to enhance their creativity
Ans: (3)
23. Which of the following is not a characteristic feature of intrinsically motivated children?
(1) They always succeed
(2) They enjoy doing their work
(3) They display a high level of energy while working
(4) They like challenging tasks
Ans: (1)
24. Which of the following is not an appropriate tool for Formative Assessment?
(1) Assignment
(2) Oral questions
(3) Term test
(4) Quiz and games
Ans: (3)
25. Learners should not be encouraged to
(1) ask as many questions as possible both inside and outside the class
(2) actively interact with other learners in group work
(3) participate in as many co-curricular activities as possible
(4) memorize all the answers to questions which the teacher may ask
Ans: (4)
26. Irfan breaks toys and dismantles them to explore their components. What would you do?
(1) Never let Irfan play with toys
(2) Always keep a close watch
(3) Encourage his inquisitive nature and channelise his energy
(4) Make him understand that toys should not be broken
Ans: (3)
27. The statement 'Men are generally more intelligent than women'
(1) is true
(2) may be true
(3) shows gender bias
(4) is true for different domains of intelligence
Ans: (3)
28. Understanding the principles of development of a child helps a teacher in
(1) identifying the social status of the learner
(2) identifying the economic background of the learner
(3) rationalizing why the learner ought to be taught
(4) effectively catering to the different learning styles of learners
Ans: (4)
29. Christina took her class for a field trip and after coming back, she discussed the trip with her students. It may be connotated as
(1) Assessment of Learning
(2) Assessment for Learning
(3) Learning for Assessment
(4) Learning of Assessment
Ans: (1)
30. The statement: 'An important precondition for the proper development of a child is ensuring her/his healthy physical development'
(1) is untrue as physical development does not affect other domains of development in anyway
(2) may be incorrect as development varies from individual to individual
(3) is true because physical development occupies the topmost place In the sequence of development
(4) is true because physical development is interrelated with other domains of development
Ans: (4)


Content By
Niranjan Sarkar
Assistant Teacher (English)
Vivekanada  Vidyabhaban High School
Madhya Madarihat, Jalpaiguri

Saturday, 5 September 2015

Indian adamsumari 2011 at a glance


* মোট জনসংখ্যা-১২১,০১৯৩,৪২২
* পুরুষ জনসংখ্যা- ৬২,৩৭২৪২৪৮
* স্ত্রী জনসংখ্যা- ৫৮,৬৪৬৯১৭৪
* জনঘনত্ব- ৩৮২ জন/ বর্গকিলোমিটার
* লিঙ্গ অনুপাত- ৯৪০ : ১০০০
* জনসংখ্যা বৃদ্ধির হার- ১৭.৬৪%
* সাক্ষরতার হার- ৭৪.০৪%
* উচ্চ জনঘনত্ব যুক্ত রাজ্য- পশ্চিমবঙ্গ (১০০০)
* নিম্ন জনঘনত্ব যুক্ত রাজ্য- অরুনাচল প্রদেশ(১৩)
* উচ্চ লিঙ্গ অনুপাত- কেরল( ১০৫৮)
* নিম্ন লিঙ্গ অনুপাত- হরিয়ানা( ৮৬১ )
* উচ্চ সাক্ষরতা হার যুক্ত রাজ্য- কেরল(৯০.৯২%)
* নিম্ন সাক্ষরতা যুক্ত রাজ্য- বিহার( ৪৭.৫৩%)
* উচ্চ সাক্ষরতা যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল-লাক্ষাদ্বীপ( ৮৭.৫২%)
* নিম্ন সাক্ষরতা যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল- দাদরা ও নগর হাভেলী( ৬০.০৩%)
* উচ্চ জনঘনত্ব যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল-দিল্লি(৯২৯৪)
* নিম্ন জনঘনত্ব যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল-আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ( ৪৩ )
* পশ্চিমবঙ্গের জনঘনত্ব- ১০২৯/ বর্গকিলোমিটার
* পশ্চিমবঙ্গের সাক্ষরতা হার- ৭৭.০৮%
* পশ্চিমবঙ্গে লিঙ্গ অনুপাত- ৯৪৭ : ১০০০
* পশ্চিমবঙ্গে জনসংখ্যা বৃদ্ধির হার-১৩.৯%





Content by -
Haragobinda Koley & Esker Ali Sk
E&C Admin Panel

সংক্ষিপ্ত শব্দের পূর্ণরূপ


১। Wi-Fi র পূর্ণরূপ — Wireless Fidelity.
২। HTTP এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol.
৩। HTTPS এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol Secure.
৪। URL এর পূর্ণরূপ — Uniform Resource Locator.
৫। IP এর পূর্ণরূপ— Internet Protocol
৬। VIRUS এর পূর্ণরূপ — Vital Information Resource Under Seized.
৭। SIM এর পূর্ণরূপ — Subscriber Identity Module.
৮। 3G এর পূর্ণরূপ — 3rd Generation.
৯। GSM এর পূর্ণরূপ — Global System for Mobile Communication.
১০। CDMA এর পূর্ণরূপ — Code Divison Multiple Access.
১১। UMTS এর পূর্ণরূপ — Universal Mobile Telecommunication System.
১২। RTS এর পূর্ণরূপ — Real Time Streaming
১৩। AVI এর পূর্ণরূপ — Audio Video Interleave
১৪। SIS এর পূর্ণরূপ — Symbian OS Installer File
১৫। AMR এর পূর্ণরূপ — Adaptive Multi-Rate Codec
১৬। JAD এর পূর্ণরূপ — Java Application Descriptor
১৭। JAR এর পূর্ণরূপ — Java Archive
১৮। MP3 এর পূর্ণরূপ — MPEG player lll
১৯। 3GPP এর পূর্ণরূপ — 3rd Generation Partnership Project
২০। 3GP এর পূর্ণরূপ — 3rd Generation Project
২১। MP4 এর পূর্ণরূপ — MPEG-4 video file
২২। AAC এর পূর্ণরূপ — Advanced Audio Coding
২৩। GIF এর পূর্ণরূপ — Graphic Interchangeable Format
২৪। BMP এর পূর্ণরূপ — Bitmap
২৫। JPEG এর পূর্ণরূপ — Joint Photographic Expert Group
২৬। SWF এর পূর্ণরূপ — Shock Wave Flash
২৭। WMV এর পূর্ণরূপ — Windows Media Video
২৮। WMA এর পূর্ণরূপ — Windows Media Audio
২৯। WAV এর পূর্ণরূপ — Waveform Audio
৩০। PNG এর পূর্ণরূপ — Portable Network Graphics
৩১। DOC এর পূর্ণরূপ — Document (Microsoft Corporation)
৩২। PDF এর পূর্ণরূপ — Portable Document Format
৩৩। M3G এর পূর্ণরূপ — Mobile 3D Graphics
৩৪। M4A এর পূর্ণরূপ — MPEG-4 Audio File
৩৫। NTH এর পূর্ণরূপ — Nokia Theme(series 40)
৩৬। THM এর পূর্ণরূপ — Themes (Sony
Ericsson)
৩৭। MMF এর পূর্ণরূপ — Synthetic Music Mobile Application File
৩৮। NRT এর পূর্ণরূপ — Nokia Ringtone
৩৯। XMF এর পূর্ণরূপ — Extensible Music File
৪০। WBMP এর পূর্ণরূপ — Wireless Bitmap Image
৪১। DVX এর পূর্ণরূপ — DivX Video
৪২। HTML এর পূর্ণরূপ — Hyper Text Markup Language
৪৩। WML এর পূর্ণরূপ — Wireless Markup Language
৪৪। CD এর পূর্ণরূপ — Compact Disk.
৪৫। DVD এর পূর্ণরূপ — Digital Versatile Disk.
৪৬। CRT — Cathode Ray Tube.
৪৭। DAT এর পূর্ণরূপ — Digital Audio Tape.
৪৮। DOS এর পূর্ণরূপ — Disk Operating System.
৪৯। GUI এর পূর্ণরূপ — Graphical User Interface.
৫০। ISP এর পূর্ণরূপ — Internet Service Provider.
৫১। TCP এর পূর্ণরূপ — Transmission Control Protocol.
৫২। UPS এর পূর্ণরূপ — Uninterruptible Power Supply.
৫৩। HSDPA এর পূর্ণরূপ — High Speed Downlink
Packet Access.
৫৪। EDGE এর পূর্ণরূপ — Enhanced Data Rate
for GSM [Global System for Mobile
Communication]
৫৫। VHF এর পূর্ণরূপ — Very High Frequency.
৫৬। UHF এর পূর্ণরূপ — Ultra High Frequency.
৫৭। GPRS এর পূর্ণরূপ — General Packet Radio
Service.
৫৮। WAP এর পূর্ণরূপ — Wireless
Application Protocol.
৫৯। ARPANET এর পূর্ণরূপ — Advanced
Research Project Agency Network.
৬০। IBM এর পূর্ণরূপ — International Business
Machines.
৬১। HP এর পূর্ণরূপ — Hewlett Packard.
৬২। AM/FM এর পূর্ণরূপ — Amplitude/
Frequency Modulation.
৬৩। WLAN এর পূর্ণরূপ — Wireless Local Area
Network
৬৪। USB এর পূর্ণরূপ — Universal Serial Bus.

Bengali grammar multiple choice Q&A for competitive exams in bengali


প্রশ্নঃ বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কখন প্রকাশিত হয় ?
ক. ১৭৩৪ সালে খ. ১৭৪২ সালে গ. ১৭৪৩ সালে ঘ. ১৭৫০ সালে 
উত্তরঃ গ 
প্রশ্নঃ নিচের কোনগুলো ওলন্দাজ শব্দ ? 
ক. আনারস, আলপিন খ. গীর্জা, পাদ্রী গ. রুইতন, হরতন ঘ. স্কুল, কলেজ
উত্তরঃ গ 
প্রশ্নঃ চলিত ভাষার জন্ম কোন অঞ্চলের ভাষাকে কেন্দ্র করে ? 
ক. মৈথিলী খ. উড়িষ্যা গ. ঢাকা ঘ. কোলকাতা
উত্তরঃ ঘ 
প্রশ্নঃ নীচের কোনটি চলিত ভাষার রীতির উদাহরণ ? 
ক. প্রভাত হইয়াছে, সূর্য উঠিয়াছে খ. গতকাল খেলা দেখিয়াছিলাম গ. সুজন তাহাকে দেখেছে ঘ. আমি তাকে দেখে খুশি হয়েছি 
উত্তরঃ ঘ 
প্রশ্নঃ লাঠি' ও 'চাউল' শব্দ দুটি _ 
ক. বিদেশ শব্দ খ. দেশী শব্দ গ. তৎসম শব্দ ঘ. তদ্ভব শব্দ 
উত্তরঃ খ 
প্রশ্নঃ কোনটি সঠিক ? 
ক. পৃথিবীর বিভিন্ন জাতির পৃথক পৃথক ভাষা রয়েছে খ. পৃথিবীর বিভিন্ন জাতির একই ভাষা রয়েছে গ. পৃথিবীর বিভিন্ন লোকের ভাষা ও তাদের সংস্কৃতি এক ঘ. পৃথিবীর বিভিন্ন জাতির ভাষা এক এবং সংস্কৃতি ও এক
উত্তরঃ ক 
প্রশ্নঃ ব্যাকরণ চর্চার আদিভূমি কোনটি ? 
ক. রোম খ. গ্রিস গ. ভারত ঘ. বাংলাদেশ
উত্তরঃ খ 
প্রশ্নঃ 'প্রাকৃত' এর অর্থ কি ? 
ক. মূল খ. স্বাভাবিক গ. পুরাতন ঘ. নতুন
উত্তরঃ খ 
প্রশ্নঃ বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী ? 
ক. চলিত রীতি খ. সাধু রীতি গ. কথ্য রীতি ঘ. লেখ্য রীতি 
উত্তরঃ খ 
প্রশ্নঃ "গিন্নী' কোন শ্রেণীর শব্দ ? 
ক. খাঁটি বাংলা খ. দেশী গ. বিদেশী ঘ. অর্ধতৎসম 
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলা ভাষায় প্রধানত বিদেশী শব্দের ভাবনুবাদমূলক প্রতিশব্দকে কি বলে ? 
ক. তৎসম শব্দ খ. তদ্ভব শব্দ গ. মিশ্র শব্দ ঘ. পারিভাষিক শব্দ 
উত্তরঃ ঘ 
প্রশ্নঃ 'অনুকার' কোন শ্রেণীর শব্দ ? 
ক. দেশী খ. বিদেশী গ. তৎসম ঘ. তদ্ভব উত্তরঃ ক 
প্রশ্নঃ কোনটি সঠিক ? 
ক. ভাষা ব্যাকরণ অনুসরণ করে খ. ব্যাকরণ ভাষা অনুসরণ করে গ. ভাষা ও ব্যাকরণ উভয়ই পরস্পরকে অনুসরণ করে ঘ. ভাষা ও ব্যাকরণ পৃথক ও স্বতন্ত্র - কাজেই কোনটিই কোনটিকে অনুসরণ করে না 
উত্তরঃ খ 
প্রশ্নঃ 'হরতাল' শব্দ কোন ভাষা থেকে এসেছে ? 
ক. পাঞ্জাবি খ. জাপানি গ. চীনা ঘ. গুজরাটি 
উত্তরঃ ঘ 
প্রশ্নঃ 'De Lingua Latina' গ্রন্থের রচয়িতা - 
ক. থ্রাকস খ. প্লেটো গ. ভাররো ঘ. প্রিস্কিয়ান 
উত্তরঃ গ 
প্রশ্নঃ তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশী হয় ?
ক. চলিত ভাষারীতিতে খ. আঞ্চলিক ভাষারীতিতে গ. সাধু ভাষারীতিতে ঘ. মিশ্র ভাষারীতিতে
উত্তরঃ গ 
প্রশ্নঃ বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন কে ?
ক. উইলিয়াম কেরি খ. এডওয়ার্ড ডিমোক গ. শ্যামাচরণ গঙ্গোপাধ্যায় ঘ. প্রমথ চৌধুরী 
উত্তরঃ ঘ 
প্রশ্নঃ কোনটি ফারসি শব্দ ? 
ক. আকাশ খ. কুপন গ. মহকুমা ঘ. দোকান 
উত্তরঃ ঘ 
প্রশ্নঃ গ্রিক ভাষায় 'Grammar' শব্দটির অর্থ - 
ক. নিয়মশাস্ত্র খ. ব্যাকরণ শাস্ত্র গ. শব্দশাস্ত্র ঘ. ধ্বনিবিন্যাস শাস্ত্র 
উত্তরঃ গ 
প্রশ্নঃ কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম ? 
ক. বঙ্গকামরূপী খ. সংস্কৃতি গ. হিন্দি ঘ. উড়িয়া 
উত্তরঃ ক
প্রশ্নঃ তৎসম শব্দ কোনটি ? 
ক. কুলা খ. ধর্ম গ. কান ঘ. চন্দ 
উত্তরঃ খ 
প্রশ্নঃ সাধু রীতির শব্দ কোনটি ? 
ক. গ্রহ খ. গিণ্ণী গ. কলেজ ঘ. কেতাব উত্তরঃ ক 
প্রশ্নঃ প্রিস্কিয়ানের ব্যাকরণের নাম - 
ক. De Lingua Latina খ. Dialogue গ. Poetics ঘ. Institutiones Grammaticae 
উত্তরঃ ঘ 
প্রশ্নঃ 'Dialogue' গ্রন্থটি লিখেছেন - ক. থ্রাকস খ. ভাররো গ. প্লেটো ঘ. এরিস্টটল
উত্তরঃ গ 
প্রশ্নঃ বাংলা ভাষায় ব্যাকরণ শব্দটি এসেছে - 
ক. গ্রিক ভাষা থেকে খ. সংস্কৃত ভাষা থেকে গ. ভারতীয় ভাষা থেকে ঘ. প্রাকৃত ভাষা থেকে 
উত্তরঃ খ 
প্রশ্নঃ বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কখন প্রকাশিত হয় ? 
ক. ১৭৩৪ সালে খ. ১৭৪২ সালে গ. ১৭৪৩ সালে ঘ. ১৭৫০ সালে
উত্তরঃ গ 
প্রশ্নঃ লেখ্য ভাষার দুটি রূপের নাম কি ? 
ক. সাধু ও চলিত খ. সাধু ও আঞ্চলিক গ. লেখ্য ও আঞ্চলিক ঘ. আঞ্চলিক ও সর্বজনীন 
উত্তরঃ ক 
প্রশ্নঃ পৃথিবীতে কত লোক বাংলা ভাষায় কথা বলে ? 
ক. ২৫ কোটি খ. ৩০ কোটি গ. ৩৫ কোটি ঘ. ৪০ কোটি উত্তরঃ ক 
প্রশ্নঃ নিচের কোনটি হিন্দি ভাষার শব্দ ? 
ক. চানাচুর খ. আলপিন গ. গুদাম ঘ. আলমারি
উত্তরঃ ক 
প্রশ্নঃ 'পেট' (উদর) দেশী শব্দ হিসেবে পরিচিত হলেও এর মূলে রয়েছে কোন ভাষা ? 
ক. কোল ভাষা খ. মুন্ডারী ভাষা গ. তামিল ভাষা ঘ. গুজরাটি ভাষা
উত্তরঃ গ
প্রশ্নঃ পতঞ্জলি ছিলেন একজন --- ব্যাকরণবিদ ? 
ক. সংস্কৃত খ. বাংলা গ. গ্রিস ঘ. লাতিন 
উত্তরঃ ক 
প্রশ্নঃ 'দুনিয়া' শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
ক. ফারসি খ. ফরাসি গ. আরবি ঘ. গুজরাটি 
উত্তরঃ গ 
প্রশ্নঃ 'বাবা' এবং 'দারোগা' শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে কোন ভাষা থেকে ? 
ক. ইংরেজি খ. তুর্কি গ. ওলন্দাজ ঘ. ফরাসি উত্তরঃ খ 
প্রশ্নঃ বিদেশী শব্দ কোনটি ? ক. হাত খ. হায়াত গ. ডাগর ঘ. নাগর উত্তরঃ খ 
প্রশ্নঃ 'ছেরাদ্দ' ও 'গিন্নী' কোন শব্দের উদাহারণ ?
ক. তদ্ভব শব্দের খ. অর্ধতৎসম শব্দের গ. তৎসম শব্দের ঘ. বিদেশী শব্দের 
উত্তরঃ খ 
প্রশ্নঃ 'বিস্কুট' কোন ভাষার শব্দ ? 
ক. ফরাসি খ. ইংরেজি গ. পর্তুগীজ ঘ. চীনা 
উত্তরঃ ক 
প্রশ্নঃ চলিত রীতি প্রতিষ্ঠায় কোন পত্রিকার নাম স্মরণীয় ? 
ক. সমকাল খ. দিগদর্শন গ. সন্দেশ ঘ. সবুজপত্র 
উত্তরঃ ঘ 
প্রশ্নঃ নিচের কোনটি দেশীয় শব্দ ? 
ক. কুড়ি খ. কলম গ. কৃপণ ঘ. কপি উত্তরঃ ক 
প্রশ্নঃ 'কলম' কোন ভাষার শব্দ ? 
ক. আরবি খ. ফারসি গ. ওলন্দাজ ঘ. চীনা
উত্তরঃ ক 
প্রশ্নঃ ইংরেজদের মধ্যে প্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে ? 
ক. মনোএল-দ্য-আসসুম্পসাঁও খ. নাথানিয়েল ব্রাসি হ্যালহেড গ. জন বিমস ঘ. উইলিয়াম কেরি 
উত্তরঃ খ
প্রশ্নঃ সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন কোন পদে বেশি পরিলক্ষিত হয় ?
ক. বিশেষণ ও ক্রিয়া খ. বিশেষ্য ও বিশেষণ গ. বিশেষ্য ও সর্বনাম ঘ. ক্রিয়া ও সর্বনাম
উত্তরঃ ঘ 
প্রশ্নঃ ব্যাকরণ শব্দটির সঠিক অর্থ হচ্ছে - 
ক. বিশেষভাবে বিশ্লেষণযোগ্য খ. বিশেষভাবে গ্রহণযোগ্য গ. বিশেষভাবে বিশ্লেষণ ঘ. বিশেষভাবে পঠনযোগ্য
উত্তরঃ গ 
প্রশ্নঃ ইংরেজি Grammar শব্দটি এসেছে কোন ভাষা থেকে ? 
ক. ইংরেজি খ. সংস্কৃত গ. গ্রিক ঘ. লাতিন
উত্তরঃ গ 
প্রশ্নঃ 'চন্দ্র' ও 'সূর্য' কোন শব্দের উদাহারণ ? 
ক. অর্ধতৎসম শব্দ খ. তৎসম শব্দ গ. তদ্ভব শব্দ ঘ. বিদেশী শব্দ
উত্তরঃ খ 
প্রশ্নঃ অনার্যদ্র
ক. অর্ধতৎসম শব্দ খ. তৎসম শব্দ গ. তদ্ভব শব্দ ঘ. দেশী শব্দ উত্তরঃ ঘ 
প্রশ্নঃ 'চাকর' শব্দটি কোন ভাষা থেকে এসেছে ? 
ক. আরবি খ. জাপানি গ. তুর্কি ঘ. ফারসি
উত্তরঃ গ 
প্রশ্নঃ পৃথিবীর অধিকাংশ ভাষায় সাধারণত কয়টি রূপ পরিলক্ষিত হয় ? ক. তিনটি খ. একটি গ. দুটি ঘ. চারটি উত্তরঃ গ 
প্রশ্নঃ কোনটি সঠিক ?
ক. ভাষা গতিশীল নয় খ. ভাষা স্থির নয় গ. ভাষা গতিশীল ও স্থির ঘ. ভাষা গতিশীল ও স্থিতিশীল কোনটিই নয় উত্তরঃ খ 
প্রশ্নঃ নিচের কোন শব্দটি দেশী শব্দ নয় ? 
ক. টং খ. চাটাই গ. অংশ ঘ. ঢেঁঁকি উত্তরঃ গ 
প্রশ্নঃ বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে ?
ক. মান্দারিন খ. ফ্রেঞ্চ গ. ইংরেজি ঘ. হিন্দি
উত্তরঃ ক
প্রশ্নঃ ভারতবর্ষের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ - ক. শহীদুল্লাহ খ. পাণিনি গ. সুনীতিকুমার ঘ. যাস্ক 
উত্তরঃ খ 
প্রশ্নঃ নিচের কোনটি চীনা শব্দ ? 
ক. পাউডার, ফুটবল খ. আনারস, আলপিন গ. চা, চিনি ঘ. লাইব্রেরী, স্কুল
উত্তরঃ গ 
প্রশ্নঃ মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি ? 
ক. চিত্র খ. লেখা গ. ভাষা ঘ. ইঙ্গিত
উত্তরঃ গ 
প্রশ্নঃ 'হস্ত','প্রস্তর', ও 'সন্ধ্যা শব্দ তিনটি বাংলা ভাষা গ্রহণ করেছে - 
ক. পর্তুগীজ ভাষা থেকে খ. দেশী ভাষা থেকে গ. সংস্কৃত ভাষা থেকে ঘ. ইংরেজি ভাষা থেকে
উত্তরঃ গ 
প্রশ্নঃ 'কাষ্ঠ' এর প্রাকৃত রূপ কোনটি ? ক. কষ্ঠো খ. কাঠ গ. কট্ ঠ ঘ. কাঠ্ থ উত্তরঃ গ 
প্রশ্নঃ কোনটি তৎসম শব্দ ? 
ক. ফুল খ. ডিম গ. হাত ঘ. ছেরাদ্দ 
উত্তরঃ ক 
প্রশ্নঃ বাংলাভাষার শব্দসম্ভারকে উৎসগতভাবে কয় ভাগে ভাগ করা হয়েছে ? 
ক. ৬ ভাগে খ. ৫ ভাগে গ. ৪ ভাগে ঘ. ৩ ভাগে 
উত্তরঃ খ 
প্রশ্নঃ 'নামাজ', 'রোজা' কোন ভাষার শব্দ ? 
ক. আরবি খ. ফারসি গ. ওলন্দাজ ঘ. গুজরাটি 
উত্তরঃ খ 
প্রশ্নঃ কি কারণে বাংলা ভাষায় এক প্রকার নতুন ধরনের মিশ্র শব্দের ব্যবহার দেখা যায় ? 
ক. প্রায় সমার্থক দুটো শব্দের মিলনে খ. প্রায় সমার্থক দুটো পদের মিলনে গ. প্রায় সমার্থক দুটো ধ্বনির মিলনে ঘ. প্রায় সমার্থক দুটো বর্ণের মিলনে
উত্তরঃ ক 
প্রশ্নঃ বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন ? 
ক. মধ্যযুগ খ. প্রাচীন যুগ গ. আধুনিক যুগ ঘ. অন্ধকার যুগ 
উত্তরঃ গ



Content By -
Ripon Sarkar
Facebook : https://www.facebook.com/ripon.sarkar.129
Balurghat, West Bengal